রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সমতা ফেরাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সমতা ফেরাল ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে ৫০তম টি-২০ খেলতে নেমেছিলেন লিয়াম লিভিংস্টোন। মাইফলকের ম্যাচটা অলরাউন্ড নৈপুণ্যে জয়ে রাঙিয়েছেন তিনি। শুক্রবার রাতে তার ম্যাচসেরা ভূমিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ৩ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তাতে তিন ম্যাচে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

শুরুতে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। জ্যাক ম্যাকগার্ক ফ্রেজারের প্রথম আন্তর্জাতিক ফিফটি ও অধিনায়ক ট্রাভিস হেডের ঝড়ো সূচনায় ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে তারা। জবাবে বিগ হিটিং অলরাউন্ডার লিভিংস্টোন বল হাতে ১৬ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী ভূমিকায়। ৬ চারের সঙ্গে ৫ ছক্কায় ৪৭ বলে ৮৭ রান করেন তিনি, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ৭৯ রানে তৃতীয় উইকেট পতনের পর জেকব বেথেলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটিতে দলকে জয়ের পথে তুলেছেন তিনি। তাতে কার্ডিফে ৬ বল বাকি থাকতেই ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে মাঠ ছাড়ে ইংলিশ দল।

মাত্র দ্বিতীয় টি-২০ খেলতে নামা বেথেল অ্যাডাম জাম্পার এক ওভারেই নেন ২০ রান! শেষ পর্যন্ত ২৪ বলে ৪৪ রান করেছেন। বেথেলের বিদায়ের পর অবশ্য কিছুটা ছন্দপতন ঘটে ইংনিংসে। কিন্তু লিভিংস্টোন মোমেন্টাম হাতছাড়া হতে দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে