রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

উশুর আওয়ামী কমিটির বিলুপ্তি চান প্রতিষ্ঠাতারা

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আওয়ামী লীগ নেতাদের দিয়ে বেষ্টিত উশু ফেডারেশনের কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উশুর প্রতিষ্ঠাতা দিলদার হোসেন দিলু -সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া উপকমিটির সদস্য দুলাল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ উশু ফেডারেশনের বর্তমান কমিটি বিলুপ্ত করা এবং ফেডারেশনের বিগত সব আর্থিক হিসাবের অডিটসহ সাত-দফা দাবি পেশ করেছেন উশুর প্রতিষ্ঠাতারা। 

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল হক ভূঁইয়া, মহাসচিব শিফু দিলদার হাসান (দিলু), কোচ, জাজেজ ও সংগঠকরা এই দাবি জানান। সংগঠকরা উশু খেলোয়াড়, বিচারক ও প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক ক্ষেত্রে সরকারি সহায়তা চান। 

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শহীদুল হক ভূঁইয়া বলেন, 'উশুতে বর্তমান স্বৈরাচারী কমিটির বিলুপ্তির দাবি করছি। বাংলাদেশে এই খেলার প্রতিষ্ঠাতারা অনেক পরিশ্রম করে এ জাতীয় ক্রীড়া ফেডারেশনটি গড়ে তুলেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অর্জন এনে দিয়েছেন। কিন্তু এরপর ক্রীড়ার বিভিন্ন ফেডারেশনের মতো এই ফেডারেশনটিকেও রাজনৈতিকভাবে দখল করা হয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শেষ  স্বর্ণপদক জয়ের পর এই ডিসিপিস্নন আর কোনো স্বর্ণ আনতে পারেনি। এত বছর ধরে কোনো নতুন অর্জন হয়নি। জাতীয় নির্বাচনের আগে দুলাল হোসেনের নেতৃত্বে উশুর অ্যাডহক কমিটি তড়িঘড়ি করে নির্বাচন করে একটি কমিটি গঠন করেছে। তাই আমাদের দাবি হলো- আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির সদস্য দুলাল হোসেনের যোগসাজশে গঠিত এই অগণতান্ত্রিক কমিটি বিলুপ্ত করতে হবে।'

উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান বলেন, 'তারা নিজেদের অযোগ্যতার দরুন স্পন্সর আনতে পারেনি। জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দর টাকা নিয়েছে, কিন্তু এরপরও ক্রীড়ার উন্নয়ন বা আয়োজনে সেগুলো কাজে লাগায়নি। তারা আন্তর্জাতিক কোনো গেমসে অংশ নেয়নি। শুধু একটা আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এ ছাড়া বিভিন্ন আনুষ্ঠানিকতা বাবদ ২১ লাখ টাকা খরচ করেছে। এভাবেই তারা খেলাটাকে ক্ষতিগ্রস্ত করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে