৯০০ গোলের চূড়ায় ওঠা রোনালদোকে আল নাসরের সম্মাননা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো
অবিশ্বাস্যই অর্জনই বটে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। এমন অর্জনের পর আল নাসরের হয়ে প্রথম খেলতে নেমেছিলেন তিনি। প্রাণভোমরার অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মাননা দিয়েছে সৌদির এই ক্লাব। শুক্রবার রাতে আল আহলির বিপক্ষে ম্যাচের আগে ৯০০ লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয় তাকে। পর্তুগিজ ফরোয়ার্ডের নামের জায়গায় সেখানে লেখা ছিল 'গোট'--গ্রেটেস্ট অব অল টাইম। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা নিজের ইউটিউব সেই চ্যানেলে রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে বলেছেন, তিনি পেশাদার ফুটবলে করতে চান ১ হাজার গোল। আন্তর্জাতিক বিরতির পর আল নাসরে এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। এই বিরতির সময়ই ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক পূরণ করেন তিনি। এখন তো গোল সংখ্যা ৯০১। যদিও সৌদি ক্লাবটির হয়ে সেই সংখ্যায় নতুন কিছু যোগ করতে পারেননি। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে। সমতায় শেষ হলেও আল নাসর ও তার ভক্তরা প্রাণভোমরা রোনালদোর জন্য ম্যাচটা স্মরণীয় করে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ৯০০ লেখা বিশাল তিফো নিয়ে ম্যাচ উপভোগ করেন তারা। রিয়াদের আল রাওয়াল পার্কের স্ট্যান্ডে আবার তাকে কেন্দ্র শোভা পাচ্ছিল বিশেষ বার্তাও। গোলের মাইলফলক পূরণ ছাড়াও অতি সম্প্রতি রোনালদো প্রথম ব্যক্তি হিসেবে সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বিলিয়ন তথা একশ কোটি ফলোয়ারের অধিকারী হয়েছেন। বিশেষ করে সর্বশেষ ইউটিউব চ্যানেল উন্মোচনের পর তিন সপ্তাহের বেশি সময় সেটাতে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ায় ৬ কোটির অধিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। পস্ন্যাট ফর্ম এক্সে ১১ কোটি ৩০ লাখ এবং ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ। তাছাড়া চীনের কুয়াইশো ও ওয়েইবোতেও আছে লাখ লাখ ফলোয়ার।