রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা পেলেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কারণে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাত থেকে বোনাসের অর্থ গ্রহণ করছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম -সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে তারা জিতেছে ২-০ ব্যবধানে। এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। টেস্ট জয়ের পর তাদেরকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও করে বাংলাদেশ। ক্রিকেটারদের বোনাস দেবে বিসিবি, তা আগেই নির্ধারিত ছিল। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।

শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেওয়া হয়েছে বলে জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এসময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। এরপর তিনি জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে।

বন্যার্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ সময় শান্ত বলেন, 'দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করবো দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার।'

পাকিস্তান টেস্টর্ যাংকিংয়ে এগিয়ে থাকায় এবং বাংলাদেশ সিরিজ জেতায় বোনাসের অঙ্ক বেড়েছে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী,র্ যাংকিংয়ে ১-৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ম?্যাচ প্রতি ৪ লাখ টাকা করে বোনাস পান ক্রিকেটাররা। এটা ম?্যাচ ফি'র ৬ লাখ টাকার বাইরে। এবার দুই ম?্যাচ জেতায় ক্রিকেটাররা ৮ লাখ টাকা পেয়েছেন। সঙ্গে সিরিজ জয়ের জন?্য বাড়তি আরো ৪ লাখ টাকা যোগ হয়েছে। চুক্তি অনুযায়ী এই ১২ লাখ টাকা পেয়েছেন ক্রিকেটাররা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথম টেস্ট ১০ উইকেটে জেতায় ম?্যাচের দ্বিগুন বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এতে যোগ হয়েছে আরো ৪ লাখ টাকা। সিরিজ জেতায় বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে বিশেষ বোনাস, ৪ লাখ। সবমিলিয়ে ২০ লাখ টাকা।

সচরাচর টেস্ট স্কোয়াড থাকে ১৫ জনের। এবার বাড়তি একজন ক্রিকেটারকে নিয়ে সফর করেছে টিম ম্যানেজমেন্ট। এ কারণে ১৬ জনকে দেওয়া হয় এই বোনাস। আয়কর কেটে নেওয়ার পর বোনাসের অঙ্ক ক্রিকেটারদের ব?্যাংক অ?্যাকাউন্টে ঢুকবে।

শুধু ক্রিকেটাররাই নন, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরাও বোনাস পাচ্ছেন। কোচরা যার যার চুক্তি অনুযায়ী বোনাস পাবেন। দলের ম?্যানেজার ও সাপোর্টিং স্টাফদেরও বিসিবির তরফ থেকে বিশেষ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার দুই টেস্ট ও তিন টি-২০ খেলতে ভারত উড়াল দেবে বাংলাদেশ। এর আগে বিশাল অঙ্কের বোনাস নিশ্চিতভাবেই ক্রিকেটারদের আরো ভালো ফল পেতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে