সিরিজ খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ
কোহলিদের কঠোর অনুশীলন
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আর মাত্র তিন দিন। এরপরই চেন্নাইতে সাদা পোশাকে শুরু হবে বাংলাদেশ-ভারত মহারণ। দুদলের টেস্টকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মাঝে। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট ফর্মের কারণে অনেকেরই ধারণা এই টেস্টটিতে লড়াই হতে যাচ্ছে।
চলতি মাসের শুরুতেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সামনে ভারতের বিপক্ষে সিরিজ। সবকিছু ঠিক থাকলে আজ রোববার দুপুরে ভারতের বিমান ধরবে টাইগাররা। পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে।
এদিকে পাকিস্তানে ইতিহাস গড়ে আসা বাংলাদেশকে যে আগের চেয়ে একটু হলেও বেশি সমীহ করছে ভারত সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ বলে কথা, তাই এই টেস্ট সিরিজটি বেশ গুরুত্ব পাচ্ছে ভারতের কাছে।
তাই লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে বেশ সাবধানী স্বাগতিকরা। ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। এরই মধ্যে বাংলাদেশও টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। দলের একমাত্র চকম জাকের আলী অনিকের ডাক পাওয়া। এর আগে সাদা বলে খেললেও লাল বলে এবারই প্রথম।
লাল বলের লড়াইকে কেন্দ্র করে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ভারত। প্রথম টেস্টের আগে সরফরাজ ছাড়া ১৬ সদস্যের দলের বাকি সবাই শুরু করেছেন কঠোর অনুশীলন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, অনুশীলনে নেটে ৪৫ মিনিট সময় কাটিয়েছেন কোহলি। বাকিরাও ঘাম ঝরাচ্ছেন। চেন্নাইতে ভারতের এই রুদ্ধদ্বার অনুশীলনই বলে দিচ্ছে তারা কতটা গুরুত্ব দিচ্ছে সিরিজটিকে।
ভারতের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মরনে মরকেলও। মূল লড়াই শুরুর আগে আগামী ক'দিনই চলবে এই সেশন। তাছাড়া লম্বা সময় ধরে এই ফরম্যাটে খেলা হয়নি তাদের। সবশেষ চলতি বছর জানুয়ারি-ফেব্রম্নয়ারিতে টেস্ট খেলেছিল ভারত। মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যস্ততা ও টি-২০ বিশ্বকাপ জয়। সবমিলিয়ে রঙিন পোশাকে দারুণ সময় পার করেছিল ভারত। এবার সেই সুখস্মৃতি নিয়ে তাদের সামনে টেস্ট সিরিজ শুরু করার অভিযান।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট শেষে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-২০ সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-২০ হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিলিস্নতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য) : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ট, ধ্রম্নব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জসপ্রিত বুমরাহ ও ইয়াশ দয়াল।