দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্ট ঢাকা, চট্টগ্রামে!

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজনৈতিক পটপরিবর্তনে দেশের অস্থির অবস্থায় সরে গেছে নারীদের টি২০ বিশ্বকাপ। স্থগিত হয়ে গেছে নিউজিল্যান্ড 'এ' দলের সফরও। আগামী অক্টোবর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট ভেনু্য চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সফর সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। তবে সফর সূচি চূড়ান্ত না হলেও বিসিবি দুটি ম্যাচের জন্য ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে চূড়ান্ত করে রেখেছে। প্রোটিয়ারা ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তিন সংস্করণের ক্রিকেট খেললেও এবার কেবল টেস্ট সিরিজ খেলবে দুই দল। সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন টেস্ট সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, চট্টগ্রামে।