মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এমিলিয়ানো মার্টিনেজ
বিতর্কিত কান্ড ঘটিয়ে নানা সময়ই খবরের শিরোনাম হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন তারকা গোলরক্ষকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেছেন এক টিভি ক্যামেরাম্যান। তার দাবি, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর মেজাজ হারিয়ে তাকে চড় মারেন মার্টিনেজ। কলম্বিয়ার মাঠে গত মঙ্গলবার রাতে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তাতে ছেদ পড়ে বিশ্বচ্যাম্পিয়নদের ১২ ম্যাচের অপরাজেয় পথচলায়। সেদিন ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান মার্টিনেজ। কলম্বিয়ার জনি জ্যাকসন নামের ওই ক্যামেরাম্যান বলেন, ম্যাচ শেষের বাঁশি বাজার পর মার্টিনেজের কাছে যান তিনি। তখন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক আরেকজন খেলোয়াড়কে অভিবাদন জানাচ্ছিলেন। জ্যাকসনের ধারণ করা ফুটেজে দেখা যায়, মার্টিনেজ ক্যামেরায় আঘাত করছেন এবং পরে তা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আরসিএন দেপোর্তেসকে বুধবার পরের ঘটনা বলেন জ্যাকসন,' আচমকা তিনি আমাকে চড় মেরে বসেন। আমার খুব রাগ হচ্ছিল, খুবই রাগ হচ্ছিল। আমি তার মতোই নিজের কাজ করছিলাম। তিনি খেলছিলেন আর আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম।' মার্টিনেজকে একটি বার্তাও পাঠিয়েছেন জ্যাকসন, 'দিবু (মার্টিনেজ), আমার ভাই, কেমন আছো? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন যে ক্যামেরাম্যানকে তুমি আক্রমণ করেছিলে। আমি বলত চাই যে সবকিছু ঠিক আছে, আমার ভাই। সবাই তার জীবনে একটি হলেও \হম্যাচ হারে।