জার্মানি-নেদারল্যান্ডসের পয়েন্ট ভাগাভাগি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যাচ শুরু হতেই জার্মানির জালে বল! সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল তারা। একটা পর্যায়ে এগিয়েও গেল দলটি, তবে ধরে রাখতে পারল না ব্যবধান। ঘরের মাঠে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 'এ' লিগের তিন নম্বর গ্রম্নপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ডেনিজ উন্দাভ। জসুয়া কিমিখের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস। দুই দলই জয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস, হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল জার্মানি। ম্যাচের ১ মিনিট ৩৯ সেকেন্ডেই জার্মানির জালে বল পাঠিয়ে ডাচ সমর্থকদের উলস্নাসের উপলক্ষ এনে দেন রেইন্ডার্স। মাঝমাঠ থেকে বল বাড়ান রায়ান গ্রাভেনবার্চ। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন রেইন্ডার্স। আগের ম্যাচে বসনিয়ার বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।