রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

শততম ম্যাচ জোড়া গোলে রাঙালেন কেইন

ক্রীড়া ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শততম ম্যাচ জোড়া গোলে রাঙালেন কেইন

বিশেষ উপলক্ষটা কী দারুণ ঢংয়েই না রাঙালেন হ্যারি কেইন। করলেন চমৎকার দুটি গোল। অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে ফিনল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে জয়ের ধারা ধরে রাখল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইংলিশরা। ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এই জয়ে ফিনল্যান্ডের ওপর আধিপত্যও ধরে রাখল ইংল্যান্ড। এই নিয়ে দলটির বিপক্ষে ১২ ম্যাচ খেলে অপরাজিত রইল তারা।

উয়েফ নেশন্স লিগে ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন হ্যারি কেইন। মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটাই দিয়েছেন তিনি। ওয়েম্বলিতে ইংল্যান্ড অধিনায়ক নজরকাড়া দুটি গোলই করেছেন দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৭৬ মিনিটে। ৩১ বছর বয়সি দেশের হয়ে দশম খেলোয়াড় হিসেবে খেললেন শততম ম্যাচ। যে অভিজাত ক্লাবে আছেন ডেভিড বেকহ্যাম ও ববি মুররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলার রেকর্ডটা গোলকিপার পিটার শিল্টনের। আর আউটফিল্ডে সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা হচ্ছেন ওয়েইন রুনি, ১২০টি। এখন দুটি মাইফলক অতিক্রম করা হয়তো কেইনের জন্য কঠিন কিছু হবে না। তাছাড়া ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ব্যক্তি তিনি। তার আগে এমনটা করতে পেরেছিলেন রুনি ও ববি চার্লটন। ২০১৪ সালে রুনি স্স্নোভেনিয়ার বিপক্ষে মাইফলকের ম্যাচে গোল করেন। চার্লটন ১৯৭০ সালে গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে।

ম্যাচ খেলার দিক দিয়ে এখনো পেছনে থাকলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তিটা আগেই করে ফেলেছেন কেইন। ২০২৩ সালের মার্চেই সেটা করে ফেলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে