আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ
প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
গত জুলাইয়ে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। প্রায় দুই মাস পর ফের মুখোমুখি সাক্ষাতে পেরে উঠল না লিওনেল স্কালোনির শিষ্যরা। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের মধুর প্রতিশোধ নিল হামেস রদ্রিগেজের দল কলম্বিয়া। পুরো ম্যাচেই সেভাবে ছন্দ খুঁজে পেল না আর্জেন্টিনা। বিরতির পর তারা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় প্রতিপক্ষের ভুলে, তবে শেষ রক্ষা হয়নি।
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরল কলম্বিয়া। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেজ। এদিনের এই পরাজয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।
এই হারে আর্জেন্টিনার ১২ ম্যাচের (১১ জয়, এক ড্র) অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। এবারের জয়ে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা।
অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া এই মাসের বাছাইয়ে গত রাউন্ডে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কলম্বিয়া তাদের আগের ম্যাচে ১-১ ড্র করেছিল পেরুর সঙ্গে। কলম্বিয়ার বিপক্ষে ৫২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল। ১২ মিনিটে জুলিয়ান আলভারেসকে ঠেকাতে পোস্ট ছেড়ে বাঁ দিকে বক্সের বাইরে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক, দুরূহ কোণ থেকে চেষ্টা করলেও ম্যানসিটি ফরোয়ার্ডের শট লক্ষ্যে থাকেনি।
ঘরের দর্শকদের উলস্নাসে ভাসিয়ে ২৫ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেজ ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। হামেসের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।
৬০ মিনিটে রদ্রিগেজের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি কলম্বিয়ার দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৮৪ মিনিটে সুযোগ পান লাউতারো মার্টিনেজ। বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে শট নিতে পারেননি সিরি'আর গত মৌসুমের সেরা খেলোয়াড় মার্টিনেজ। পরের মিনিটে এনসো ফের্নান্দেসের জায়গায় পাওলো দিবালাকে নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি। চার মিনিট পর বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন রোমার এই ফরোয়ার্ড।