ক্রীড়া ব্যক্তিত্ব মো. সোলায়মান আর নেই

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাবেক সাঁতারু, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সোলায়মান (৯০) বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ মাগরিব লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামে জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়। তিনি দীর্ঘদিন কার্ডিয়াক সমস্যায় ভুগছিলেন। তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। মো. সোলায়মান বাংলাদেশ সাঁতার ফেডারেশনে দীর্ঘদিন (২০১২ পর্যন্ত) সহ-সভাপতি ছিলেন। তিনি এক মেয়াদে রোলার স্কেটিং ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। সবশেষ তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাউন্সিলর ছিলেন মরহুম সোলায়মান একজন অবসরপ্রাপ্ত আর্মি ও ব্যবসায়ী।