বোলিংয়ের সুখস্মৃতি ব্যাটিংয়ে আনতে পারলেন না সাকিব আল হাসান। ইতিবাচক শুরুর পর উইকেট ছুড়ে এলেন অভিজ্ঞ অলরাউন্ডার। কাউন্টিতে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে অল্পে আউট হলেন তিনি। টন্টনের কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সারের প্রথম ইনিংসে ছয় নম্বরে নেমে স্রেফ ১২ রান করতে পেরেছেন সাকিব। ক্রিজে গিয়ে তাড়াহুড়ো করে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি।
এ নিয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে টানা ১০ ম্যাচে ৪০ রানও করতে পারলেন না সাকিব। সবশেষ পাকিস্তান সফরে তিন ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে ৩৮ রান। ভারত সফরের আগে প্রস্তুতির সুযোগ হয়ে আসা সমারসেটের বিপক্ষে ম্যাচটির প্রথম ইনিংসে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। ৮২তম ওভারে রায়ান প্যাটেলের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন সাকিব। সাত ওভারের কম ক্রিজে থাকতে পারেন তিনি।
ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলে প্রথম রান নেন সাকিব। ১৪তম বলে আর্চি ভনকে আলতো কাট শটে মারেন ইনিংসের একমাত্র বাউন্ডারি। ৮৮তম ওভারে জ্যাক লিচের প্রতিটি ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন তিনি। শেষ বলটি তার ব্যাটের সামনের কানায় লেগে চলে যায় লিচের হাতে। সমাপ্তি ঘটে সাকিবের ২৪ বলের ইনিংসের। এর আগে বল হাতে প্রায় ১৩ বছর পর কাউন্টিতে ফেরার দিন ৯৭ রানে ৪ উইকেট নেন সাকিব। ৩১৭ রানে
গুটিয়ে যায় সমারসেট।
সোমবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের সারেতে অভিষেক হয়। এদিন টন্টনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ।