রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

কলম্বিয়ার বিপক্ষে দুই খেলোয়াড় নিয়ে শঙ্কা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কলম্বিয়ার বিপক্ষে দুই খেলোয়াড় নিয়ে শঙ্কা আর্জেন্টিনার

লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়া প্রথম মিশন সফল আর্জেন্টিনার। চিলির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে দলটি। এবার তাদের সামনে শক্তিশালী কলম্বিয়া। যে দলটি গত ২৯ ম্যাচে হেরেছে কেবল একটিতে। তবে এই ম্যাচে নিয়মিত একাদশের দুই খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

রবার্তো মেলেন্দেজ মেত্রোপলিতন স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের অষ্টম রাউন্ডের এই ম্যাচের জন্য রোববার সন্ধ্যায় ব্যারানকুইলায় পৌঁছেছে আলবিসেলেস্তেরা।

কলম্বিয়া ম্যাচে লিওনেল স্কালোনির প্রধান উদ্বেগের বিষয় হলো নিকোলাস গঞ্জালেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের চোট। গোড়ালির চোটে ভুগছেন গঞ্জালেজ এবং ম্যাক অ্যালিস্তারের সমস্যা অ্যাডাক্টর পেইন। মনুমেন্তালে চিলির বিপক্ষে ৩-০ গোলের দিনে আহত হয়েছিলেন তারা।

দেশ ছাড়ার আগে তাদের নিয়ে কোচ স্কালোনি বলেছেন, 'দল ভালো করছে, শক্তি ফিরে পেয়েছে। নিকো আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছে, অ্যালেক্সিস আমাদের সঙ্গেই করেছে। আমরা দেখব কীভাবে জিনিসগুলো বিকশিত হয়। আমাদের খুব বেশি চাহিদাপূর্ণ প্রশিক্ষণ সেশনও ছিল না। আমরা দেখব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে