প্রথম জয়ের দেখা পেল স্পেন
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আক্রমণ আর পাল্টা-আক্রমণের ঢেউ উঠল প্রথমার্ধে। দুই গোলে এগিয়ে যাওয়ার পর স্পেন ধাক্কা খেল ডিফেন্ডার হবাঁন লুঁ নুহমাঁ সরাসরি লাল কার্ড দেখায়। স্প্যানিশদের চেপে ধরে ব?্যবধান কমাল সুইজারল্যান্ড। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্পেন ফিরল আগ্রাসী রূপে। নেশন্স লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।
জেনেভায় রোববার রাতে 'এ' লিগের ৪ নম্বর গ্রম্নপের খেলায় স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইস; অন্য দুই গোলদাতা হোসেলু ও ফেররান তরেস। সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছিল স্পেন। এক ঘণ্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও এবার দাপুটে জয় তুলে নিল তারা। অন্যদিকে সুইজারল্যান্ড পেল টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া তৃতীয়। এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি সুইজারল্যান্ড।