চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান মারিয়ারা
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশের তিন ফুটবলার- মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। প্রথমবার বিদেশের ক্লাবে খেলার পর দেশে ফিরে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
ভুটান থেকে আসা তিন ফুটবলারের সঙ্গে ছিলেন লাল-সবুজের দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাবেক ক্লাবের ছাড়পত্র জটিলতায় তার মাঠে নামা হয়নি। বিষয়টি নিয়ে মনিকার কণ্ঠে ঝরেছে আক্ষেপ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'চারজন গিয়েছি। আপু (সাবিনা) খেলতে পারেনি। তাই আমাদেরও মন খারাপ ছিল। আপু থাকলে হয়ত আরও ভালো ফলাফল পেতে পারতাম।
সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ায় বাংলাদেশের ফুটবল কন্যারা ভুটানে বিশেষ সম্মান পেয়েছে বলে জানালেন ঋতুপর্ণা। তার ভাষ্য, 'আমরা সাফ চ্যাম্পিয়নের সদস্য, তাই অনেক সম্মান দিয়ে আমাদের ওখানে ভালো একটি হোটেলে রেখেছে। এবার যে চারজন আমরা সুযোগ পেয়েছি, পরে যদি আরও ৬-৭ জন সুযোগ পাই, তাহলে এটা আমাদের জন্য বড় গর্বের বিষয় হবে।'
ক্লাব রয়্যাল থিম্পু কলেজ (আরটিসি) দুটি ম্যাচ খেলে করেছে একটি গোল। ঋতুপর্ণা ছিলেন গোলদাতা। বাংলাদেশের চার ফুটবলার সাফজয়ী দলের সদস্য হওয়ায় দলের পক্ষ থেকে আলাদা গুরুত্ব পেয়েছেন। মারিয়া মান্দা বলেন, 'আমার খুব ইচ্ছা ছিল দেশের বাইরে ক্লাব লিগ খেলার। এবার প্রথম আমি সুযোগ পেয়েছি ভুটানের ক্লাবের হয়ে। প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক কিছু শেখার আছে। শেখার কোনো শেষ নেই।' বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। মাঠ সংকটের কারণে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পরবর্তীতে আসরটি নেপালে সরিয়ে নেয়। আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া সাত দলের আসরে 'এ' গ্রম্নপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী ভারত ও পাকিস্তান। 'বি' গ্রম্নপের চার দল স্বাগতিক নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-সবুজের দল। গত আসরে সাবিনারা পাকিস্তানি নারীদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল। ভারতের বিপক্ষে পরের ম্যাচ ২৩ অক্টোবর। আগেরবারের সেমিফাইনালিস্টদের ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রম্নপ সেরা হয়েছিল বাংলাদেশ। দুই সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৭ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। সব ম্যাচ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে।