জার্মানির কাছে বিধ্বস্ত হাঙ্গেরি
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
অভিজ্ঞ চার ফুটবলারের অবসরের পর প্রথম ম্যাচে জার্মানি কেমন খেলে, তা নিয়ে কৌতূহল ছিল প্রবল। হাঙ্গেরির বিপক্ষে শুরুর বিবর্ণতা ঝেড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন মুসিয়ালা-হাভার্টজরা। দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করল ইউলিয়ান নাগেলসমানের দল। ডুসেলডর্ফে শনিবার রাতে 'এ' লিগের তিন নম্বর গ্রম্নপের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ। সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও। এই গ্রম্নপের রাতের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
এদিন ম্যাচে জার্মানির একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। ঘরের মাঠে অনুষ্ঠিত গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল জার্মানি। গ্রম্নপ পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা। ইউরোয় জার্মানির পথচলা থামে স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে। পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তাদের চার খেলোয়াড়-গোলরক্ষক মানুয়েল নয়ার, মিডফিল্ডার টনি ক্রুস, ইলকাই গুন্ডোগান ও ফরোয়ার্ড টমাস মুলার।
ম্যাচে জার্মানি শুরু থেকে পজেশন ধরে রাখায় এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না দুই দলের কেউই।