রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আত্মবিশ্বাস নিয়ে জার্মানির অপেক্ষায় নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আত্মবিশ্বাস নিয়ে জার্মানির অপেক্ষায় নেদারল্যান্ডস

উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। একই রাতে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডসও। ডাচরা নিজেদের প্রথম ম্যাচে বসনিয়াকে ৫-২ গোলে হারিয়েছে। ডাচদের কোচ রোনাল্ড কোম্যান এখন আত্মবিশ্বাস নিয়ে জার্মানির অপেক্ষায়।

একটা পর্যায়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তার পর ১৫ মিনিট বাকি থাকতে বসনিয়াকে ম্যাচে ফেরার সুযোগও তৈরি করে দেয় তারা। তখন স্কোর ছিল ৩-২! শেষ দিকে অবশ্য দুই গোল তুলে ব্যবধান বাড়িয়ে নিয়েছে ডাচ দল। দলের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে কোম্যান বলেছেন, 'বসনিয়া যখন খেলায় ফেরার জন্য ব্যবধান ৩-২ করেছে। তখন কিন্তু আমাদের দলে শঙ্কা জেগেছিল। কিন্তু সার্বিক ম্যাচের চিত্র দেখলে এটার মোটেও প্রয়োজন ছিল না।' ঘরের মাঠে দর্শকদের সামনে মন মাতানো পারফরম্যান্স উপহার দেওয়ার চেষ্টা করেছে নেদারল্যান্ডস। কোচ নিজেও তাতে সন্তুষ্ট, 'বলের দখলে আমরা খুব ভালো ছিলাম। তারা খুব উজ্জীবিত আর গতি নিয়ে খেলছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে