রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আরিয়ানা সাবালেঙ্কা

জেসিকা পেগুলার শট লাইনের বাইরে আছড়ে পড়তেই কোর্টে শুয়ে পড়লেন আরিয়ানা সাবালেঙ্কা। দুই হাতে মুখ ঢাকলেন। সেভাবেই পড়ে রইলেন বেশ কিছুক্ষণ। যেন বিশ্বাস-অবিশ্বাসের ঘোর, কিংবা আরাধ্য কিছু পাওয়ার অনির্বচনীয় অনুভূতি! ধারাভাষ্যকার দারুণভাবে ধরতে পারলেন মুহূর্তটিকে,

'এত বছর ধরে এত তীব্রভাবে তিনি এটি চাইছিলেন- আরিয়ানা সাবালেঙ্কা অবশেষে জিতলেন ইউএস ওপেন।

যখন উঠে দাঁড়ালেন একটু পর, দেখা গেল অশ্রম্ন ঝরছে তার গাল বেয়ে। প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো শেষে দর্শকদের দিকে হাত উঁচিয়ে দম নিলেন লম্বা করে। সেই দীর্ঘশ্বাসের সঙ্গে মিলিয়ে গেল যেন আক্ষেপ-হতাশার অনেক প্রহরও। কতবার তার স্বপ্নভঙ্গ হয়েছে এই মঞ্চে! কোর্ট থেকে এক পর্যায়ে ছুটে গেলেন তিনি গ্যালারিতে। ইউএস ওপেনের নারী এককের ফাইনালে শনিবার রাতে থ্রিলারের জন্ম দিয়ে পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারালেন সাবালেঙ্কা। ট্রফির পাশাপাশি তার প্রাইজমানি ৩৬ লাখ ডলার। বেলারুশের এই তারকার এটি তৃতীয় গ্র্যান্ড স্স্নাম শিরোপা। তার আগের দুটি সাফল্যই অস্ট্রেলিয়ান ওপেনে, জিতেছেন গত বছর ও এই বছর।

ইউএস ওপেনের গত আসরটা আক্ষেপ হয়েছিল আরিয়ানা সাবালেঙ্কার। ফাইনালে পৌঁছাতে পারলেও কোকে গাউফের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন। রাগে ক্ষোভে তার পর লকার রুমে আছাড় মেরে ভেঙে ফেলেন নিজেরর্ যাকেট। সেই সাবালেঙ্কাই এবারের ইউএস ওপেনের নতুন রানী। গত বছরের হতাশা পেছনে ফেলে কেমন লাগছে সাবালেঙ্কার? প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, 'এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। এটা সব সময় আমার স্বপ্ন ছিল। অবশেষে সুন্দর ট্রফিটি আমি জিততে পেরেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে