বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই স্বস্তির খবর বাংলাদেশের জন্য। লাল-সবুজ ব্যাটারদের মুর্তিমান আতঙ্ক জসপ্রিত বুমরাহ'র খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে। না খেলার তালিকায় আরও আছেন মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ার। তবে ফিরছেন বিরাট কোহলি এবং রিশভ পান্ত। এ ছাড়া দুলিপ ট্রফিতে ভালো করার কমপক্ষে তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই। আর তাই ভারত স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে। এই তালিকায় আছে রিশভ পান্তের নাম। আর তাই জায়গা হারাচ্ছেন লোকেশ রাহুল। লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের। তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া। সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই। মিরাজ, হাসান মাহমুদদের পারফরমেন্স ভয় ধরিয়ে দিয়েছে বিসিসিআই নীতিনির্ধারকদের। আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাচ্ছে বিসিসিআই। তবে ব্যস্ততায় ঠাঁসা ভারতীয় ক্রিকেটের বছরের শেষভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও। আর তাই বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রিত বুমরাহকে। সত্যিই যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট তাহলে একটু স্বস্তির নিশ্বাস নিতেই পারে টাইগাররা।
ইনজুরির কারণে গেল ওয়নডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহম্মদ শামি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসারও অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ
এই দুই পেসার ছাড়াও শ্রেয়াস আইয়ারকে ড্রপ
করতে পারে বিসিসিআই। চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে চারজন স্পিনার রাখছে ভারত। এমন খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রবিচন্দন অশ্বিন, এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম। তবে অনেক গণমাধ্যমের দাবি বুমরাহ'র না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ এমনকি থাকতে পারেন মোহাম্মদ শামি'ও। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলিপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত। গণমাধ্যমে ইঙ্গিত তিনজন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে। যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোটভাই মুশির খান, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং মানভ সুথার। তবে দুলিপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কম এই বাঁ-হাতি স্পিনারের।