টাইগারদের জন্য সতর্কতা
ভারতকে মোকাবিলা করাটা কঠিন হবে বাংলাদেশের জন্য
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ভারতের মাটিতে ভারতকে সামলানোটা কঠিন হবে বাংলাদেশের জন্য। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্টের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগার ব্যাটিং লাইন আপের জন্য। পাকিস্তানকে তাদেরই মাঠে উড়িয়ে না দিলে হয়তো এমন আলোচনার জন্মই হতো না। টাইগাররা সমীহ পাচ্ছে বিশ্বক্রিকেটে। সাদা পোশাকে বাংলাদেশের উত্থান নিয়েও কথা চলছে নানা মহলে। বাংলাদেশের সাবেক কোচ শ্রীধরন শ্রীরাম শান্তবাহিনীকে আলাদা করে সতর্ক করেছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরবর্তী মিশন ইন্ডিয়ায়। লাল বলের সংস্করণে দুই ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানকে যেভাবে তিন বিভাগেই আউটপেস্ন করেছে টিম টাইগার, তা ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। সাবেক শিষ্যদের প্রশংসা করেন এই ইন্ডিয়ান।
শ্রীরাম বলেন, 'টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ সম্মানজনক পারফরম্যান্স করেছে। বাংলাদেশ ভারতে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে আসবে। একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানোর পেছনে তাদের দলগত প্রচেষ্টা দারুণ ছিল।'
রাওয়ালপিন্ডির ফ্লাট উইকেটে বল হাতে আগুন ঝরান বাংলাদেশি পেসাররা। পুরনো বলে পাকিস্তানের সাদামাটা মানের স্পিনাররা বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি সাদমান-মুশফিক-লিটনদের সামনে।
কিন্তু ভারতের মাটিতে সেই চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে শান্তদের জন্য। প্রথম ম্যাচের ভেনু্য চিপক স্পিনারদের স্বর্গরাজ্য। ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের কীর্তি সেখানে বিশ্বনন্দিত। সব মিলিয়ে শ্রীরামের মতে, ভারতের মাটিতে ভারতকে সামলানো কঠিন হবে বাংলাদেশের জন্য। তিনি বলেন, 'ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল এবং তাদের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায়। তাই ভারতকে মোকাবিলা করাটা কঠিন হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে বল করে মজা পাবেন অশ্বিন। উইকেটের বিবেচনায় বাংলাদেশি সব ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে অশ্বিনকে সামলানো।
ভারত সিরিজ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে হোম অব ক্রিকেটে। যদিও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটিয়ে ফিরবেন ১২ তারিখ। এরপর ১৫ তারিখ পর্যন্ত ঘরের মাঠে ক্যাম্প শেষে ভারতে যাবে শান্তবাহিনী।