ভারত সিরিজের প্রস্তুতি শুরু

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সফরে টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের রেশ এখনো কাটেনি। বাংলাদেশ দলও ইতোমধ্যে দেশে ফিরেছে। ভারত সিরিজের প্রস্তুতি একরকম শুরু হয়ে গেছে। গত বুধবার থেকেই ব্যক্তিগত উদ্যোগে মিরপুরে শুরু হয়েছেন অনুশীলন। ভারতের মাটিতে দুটি টেস্টের পাশাপাশি রয়েছেন তিনটি টি-২০। তার প্রস্তুতিতে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরে প্রস্তুতিতে সাদা বলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। মাহমুদউলস্নাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, জিসান আলম উপস্থিত ছিলেন ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে। বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম ক্যাম্প পরিচালনা করছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে সোহেলের অধীনে কোচিং করেছিলেন লাল বলের ক্রিকেটাররাও। ভারত সিরিজের অনুশীলন শুরুর ব্যাপারে সোহেল বলেন, 'আমরা সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথম দিনে কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। পরে আরো কয়েকজন যোগ দিয়েছেন। ফিটনেস ও স্কিল এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।' আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু কানপুরে, ২৭ সেপ্টেম্বর। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সফরের তিনটি টি-২০ ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এ তিন ম্যাচের ভেনু্য গোয়ালিয়র, দিলিস্ন ও হায়দরাবাদ।