ইউরো চ্যাম্পিয়ন স্পেনের জয়যাত্রায় দাঁড়ি টেনে দিল সার্বিয়া। উয়েফা নেশনস লিগের স্পেন ও সার্বিয়ার মধ্যকার গ্রম্নপ-৪ এর ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। টানা ৯ ম্যাচ জিতে সার্বিয়ার মাঠে খেলতে নেমেছিল স্পেন। কিন্তু মার্চের পর প্রথমবার পয়েন্ট হারালো তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য ফর্মে ছিল স্পেন। সাত ম্যাচের সবগুলো জিতেছিল তারা। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে হাতে নেয় ট্রফি। সেই দলটি সার্বিয়ার মাঠে খেল হোঁচট ২২টি গোলের প্রচেষ্টা করেও ব্যর্থ তারা! একই সময়ে হওয়া এই গ্রম্নপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ডেনমার্ক।
অবশ্য নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতির প্রভাব পড়েছিল স্পেন দলে। মিডফিল্ডার রদ্রি ও অধিনায়ক আলভারো মোরাতা নিষেধাজ্ঞার কারণে ছিলেন না। ইনজুরিতে আক্রান্ত গোলকিপার উনাই সিমন। তাদের ছাড়া স্পেনের শুরুটা হয়েছিল ধীরে। প্রথমার্ধে লক্ষ্যে মাত্র দুটি শট রাখতে পেরেছিল স্পেন। তাদের ভাগ্য ভালো যে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়নি। সার্বিয়া ফরোয়ার্ড পয়েন্ট বস্নাংক রেঞ্জ থেকে গোলের সুযোগ নষ্ট করেন। বিরতির পর ইউরোপ চ্যাম্পিয়নরা প্রাণবন্ত হয়ে উঠলেও বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে। দানি কারভাহালের একটি ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। বার্সেলোনা টিনএজার লামিনে ইয়ামাল কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি তার সতীর্থলা।
ড্রয়ের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'ম্যাচের প্রথমার্ধে আমাদের সবকিছুতে ঘাটতি ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছিলাম, খেলাতে উন্নতি হয়েছিল। কিন্তু আক্রমণে আমরা ছিল বিবর্ণ। আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু আমাদের খেলোয়াড়রা ভীষণ ক্লান্ত ছিলেন। তবে আমি এই ফলে চিন্তিত নই।'