যুক্তরাষ্ট্রের জার্সিতে দুটি নারী বিশ্বকাপ এবং একটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী ফুটবলার অ্যালেক্স মরগান অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন
বলেও জানান।
৩৫ বর্ষী মরগান বৃহস্পতিবার পোস্ট করা একটি ভিডিওতে জানান, নারী ফুটবলারদের পরবর্তী প্রজন্মের জন্য খেলাটিতে একটি দৃঢ় প্রভাব তৈরিতে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। আগামী রোববার নর্থ ক্যারোলিনা কারেজের বিপক্ষে সান দিয়েগো ওয়েভ ক্লাবের হয়ে তিনি ক্যারিয়ারের শেষ পেশাদার
ম্যাচটি খেলবেন।
বিশ্বের অন্যতম বিখ্যাত এই স্ট্রাইকার বলেছেন, 'অবসর নেওয়ার সিদ্ধান্তটি নিতে অনেকদিন সময় লেগেছে। এটা সহজ কাজ ছিল না। কিন্তু ২০২৪ সালের শুরুতে আমি আমার হৃদয় এবং আত্মায় অনুভব করেছি, এটিই আমার ফুটবল খেলার
শেষ মৌসুম হবে।'
মরগান ২০১৫ এবং ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছিলেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে স্বর্ণপদক এবং ২০২১ সালে টোকিওতে ব্রোঞ্জপদক গলায় ঝুলিয়েছিলেন। তিনি ২০২০ সালের মে মাসে কন্যাসন্তানের মা হন। ওই বছরের শেষ দিকে উইমেন্স সুপার লিগের দল টটেনহ্যামে যোগ দেয়। যদিও তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে লন্ডনে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন।