বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলংকায় গেল বাংলাদেশের মেয়েরা

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকায় খেলতে যাওয়া বাংলাদেশ 'এ' নারী ক্রিকেট দল -ওয়েবসাইট
দুটি ৫০ ওভারের, পাঁচটি ২০ ওভারের ম্যাচ খেলতে শ্রীলংকায় গেছে বাংলাদেশ নারী 'এ' দল। টি২০ বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর এটি। 'এ' দলের মোড়কে পাঠানো হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোয়াডে থাকলেও 'এ' দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার \হরাবেয়া খান। টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। সেটি পুষিয়ে নিতে লঙ্কায় পাঠানো হলো জাহানারা-নাহিদাদের। বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল দল। ভেনু্য পরিবর্তন হওয়ায় এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের জন্য। শ্রীলংকায় যাওয়ার আগে টি২০ ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেয় মেয়েরা। ৮ সেপ্টেম্বর কলম্বোয় ওয়ানডে দিয়ে শুরু লঙ্কানদের বিপক্ষে লড়াই। ফাহিমা খাতুন, তাজ নিহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে। তাদের শ্রীলংকা সফরে রাখা হয়েছে। চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ওপেনার শামীমা। বাংলাদেশ 'এ' দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।