জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জর্জ ওয়াশিংটন
প্রশ্ন:আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটি? উত্তর:মাউন্ট কিলিমাঞ্জারো প্রশ্ন:পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? উত্তর:প্রশান্ত মহাসাগর প্রশ্ন:কোন শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে বিবেচনা করা হয়? উত্তর:প্যারিস, ফ্রান্স প্রশ্ন:বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর:সাহারা মরুভূমি প্রশ্ন:মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর:জর্জ ওয়াশিংটন প্রশ্ন:কোন দেশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং জনবহুল উভয় দেশ? উত্তর:ব্রাজিল। প্রশ্ন:ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট? উত্তর:অস্ট্রেলিয়া। প্রশ্ন:জাপানে কোন মুদ্রা ব্যবহার করা হয়? উত্তর:জাপানি ইয়েন। প্রশ্ন:কোন বিখ্যাত ইতালীয় শিল্পী ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের সিলিং এঁকেছিলেন? উত্তর:মাইকেল এঞ্জেলো। প্রশ্ন:দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কি? উত্তর:প্রিটোরিয়া (নির্বাহী), কেপ টাউন (বিধানসভা), এবং বস্নুমফন্টেইন (বিচারিক)। প্রশ্ন:বিশ্বের বৃহত্তম পাখির নাম কী? উত্তর:উটপাখি। প্রশ্ন:বিশ্বের সবচেয়ে বেশি কোকো উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর:আইভরি কোস্ট। প্রশ্ন:পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর:আফ্রিকার সাহারা মরুভূমি। প্রশ্ন:ইতালির রাজধানী শহরের নাম কি? উত্তর:রোম। প্রশ্ন:বিশ্বের সবচেয়ে বেশি পস্নাটিনাম উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর:দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন:বিশ্বের বৃহত্তম মাছের নাম কি? উত্তর:তিমি হাঙর। প্রশ্ন:দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল? উত্তর:১৯৪৫ সালে। প্রশ্ন:পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী কি? উত্তর:হিমালয়।