এবারের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ডসংখ্যক দলবদল দেখেছে বিশ্ব ফুটবল। ২০২৩-২৪ মৌসুম শেষের এই সময়ে ১১ হাজার ফুটবলার নতুন ঠিকানা বেছে নিয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার প্রতিবেদনে মঙ্গলবার রাতে এই তথ্য প্রকাশ করা হয়। 'ক্লোজ-সিজন ট্রান্সফারে' গত বছরের তুলনায় এবার দলবদল হয়েছে ৪.৮ শতাংশ বেশি।
ক্লাবগুলো ট্রান্সফার ফি বাবদ এবার ৬৪০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের তুলনায় অবশ্য তা ১৩.০৬ শতাংশ কম। এর মধ্যে প্রায় ৫৫৮ কোটি ডলার ব্যয় হয়েছে শুধু ইউরোপেই। যেখানে আধিপত্য ছিল ইংলিশ ক্লাবগুলোর; বছরের মাঝামাঝি সময়ে ট্রান্সফার ফি বাবদ ১৬০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে তারা। তবে, এবারের দলবদলে গত বছরের চেয়ে ইংল্যান্ডের ব্যয় কমেছে ১৫.৫ শতাংশ। গতবার তাদের খরচ ছিল ২০০ কোটি ডলার। সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর ব্যয়ও কমেছে ৫০.৭৪ শতাংশ। গতবার তাদের ব্যয় ছিল ৮৭ কোটি ৫০ লাখ ডলার, এবার যা ৪৩ কোটি ১০ লাখ ডলার। যদিও এখনো অনেকটা সময় আছে সৌদি লিগের দলবদলের।