শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

প্রথমবারের মতো টি২০ সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রথমবারের মতো টি২০ সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড

এডিনবার্গে আজ প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি২০ সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে স্কটিশরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দু'দল। এডিনবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে সিরিজের প্রথম টি২০ ম্যাচ।

আর এই সফরে ২টি টি২০ ও ১টি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে অজিরা। স্কটল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি২০ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হয়ে যাওয়া বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। গ্রম্নপ পর্বের ওই ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল অজিরা।

স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টি২০ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার কুপার কনোলি ও মারকুটে ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। গত বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি ভাবা হচ্ছে ফ্রেজার-ম্যাকগার্ককে। দেশের হয়ে ২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজেই অভিষেকের সম্ভাবনা আছে ২১ বছর বয়সি কনোলির। ১৫ টি২০-তে ২২৬ রান ও ৬ উইকেট শিকার করেছেন তিনি।

এই সফর দিয়ে নতুনভাবে পথচলা শুরু করতে চায় টি২০ বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ বলেন, 'বিশ্বকাপের স্মৃতি ভুলে অমরা নতুনভাবে সামনে এগিয়ে যেতে চাই। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দু'টি সিরিজে সাফল্য পাওয়াই মূল লক্ষ্য দলের।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের দল সাজিয়েছে স্কটল্যান্ড। এর মধ্যে সর্বশেষ টি২০ বিশ্বকাপের ১৫ সদস্যকে ধরে রেখেছে স্কটিশরা। নতুন মুখ হিসেবে দলে নেওয়া হয়েছে চার্লি ক্যাসেল ও জাসপার ডেভিডসনকে। প্রথমবারের মতো টি২০ দলে ডাক পেলেও ইতোমধ্যে স্কটল্যান্ডের হয়ে ২টি করে ওয়ানডে খেলেছেন ক্যাসেল ও ডেভিডসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে