তবুও টেন হাগের ওপর পুরোপুরি আস্থা রাখছে ম্যানইউ

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) পারফরম্যান্সে আলোর দিশা নেই। গত মৌসুমের হতাশার ধারা বয়ে এসেছে এই মৌসুমেও। নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি তাদের। তবে কোচ এরিক টেন হাগ এখনো পাশে পাচ্ছেন ক্লাবের সবাইকে। এই ক্লাবের কোচ হিসেবে তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেরাদা। ফুলহ্যামের বিপক্ষে কোনোরকমে জিতে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করে ম্যানইউ। পরের ম্যাচেই তারা হেরে যায় ব্রাইটনের কাছে। সেই ধারায় রোববার লিভারপুলের বিপক্ষে উড়ে যায় তারা ৩-০ গোলে। সেদিনের যা পারফরম্যান্স ছিল, তাতে আরও বড় ব্যবধানেও হারতে পারত টেন হাগের দল। তিন ম্যাচে দুই পরাজয়ই শেষ কথা নয়। এখনো পর্যন্ত দলটির খেলা বেশ খাপছাড়া। মাঠে তাদের মনে হচ্ছে অগোছালো ও ছন্নছাড়া। স্বাভাবিকভাবেই আঙুল উঠছে কোচের দিকে। গত দুই মৌসুমের পারফরম্যান্সে এমনিতেই প্রচন্ড সমালোচনার মুখে ছিলেন টেন হাগ। নতুন মৌসুমে তাকে কোচ রাখা হবে কি না, সংবাদমাধ্যমে এই প্রশ্ন উঠেছে নিয়মিতই। তবে শেষ পর্যন্ত ক্লাবকে পাশেই পেয়েছেন এই ডাচ কোচ। উল্টো নতুন মৌসুমের আগে পুরস্কার পেয়েছেন তিনি। তার চুক্তিতে এক বছর বাড়ানোর যে সুযোগ ছিল, সেটি কাজে লাগিয়ে তার মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬ পর্যন্ত।