প্রেমিকের দেওয়া আগুনে পুড়লেন প্যারিস অলিম্পিকের ম্যারাথন দৌড়বিদ

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই (সামনে মাঝে) -ওয়েবসাইট
রেবেকা চেপতেগুই উগান্ডার একজন নারী অ্যাথলেট। গত মাসেই প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়ে ৪৪তম হয়েছিলেন। এবার মর্মান্তিক এক কারণে খবরে এসেছে তার নাম। ৩৩ বছর বয়সি রেবেকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন তার প্রেমিক। যে আগুনে তার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছে। সোমবার এমন খবরই দিয়েছে কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম। উগান্ডায় জন্ম হলেও রেবেকা থাকেন কেনিয়ায়। ঘটনাটি সেখানেই ঘটেছে। অনুশীলনের জন্য সেখানে থাকেন তিনি। সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটরের এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে রেবেকাকে। কেনিয়ার ট্রান্স এনজিয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকার গায়ে আগুন লাগানোর সময় আগুনে পুড়ে আহত হয়েছেন তার প্রেমিক ড্যানিয়েল এনদিয়েমা। ঘটনাস্থল থেকে পাঁচ লিটারের জেরি ক্যান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।