ছক্কায় গেইলকে ছাড়িয়ে গেলেন পুরান
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টি২০ ক্রিকেটে বরাবরই এগিয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে নিজেদের বেশি মানিয়ে নিতে পেরেছেন তারা। তাই সেই সংস্করণে রেকর্ড ভাঙা কিংবা গড়া কোনোটাই কোনো ব্যাপার নয় তাদের কাছে। যেমন ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভেঙেছেন নিকোলাস পুরান। ২০১৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি২০ সবমিলিয়ে ১৩৫টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। ৯ বছর আগের সেই রেকর্ড রোববার ৯ ছক্কা হাঁকিয়ে ভেঙে দিয়েছেন নিকোলাস পুরান। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা মেরে পুরানের নামের পাশে ছক্কা এখন মোট ১৩৯টি। অবসরের আগে গেল কয়েক বছরই টানা সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গেইলের দখলেই ছিল। এক বছরে নূ্যনতম ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড হয়েছে ৮টি, যার মধ্যে ছয়বারই সেই রেকর্ড গেইলের দখলে। আর বাকি দুইবার এই রেকর্ড গড়েছেন আরেক উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে মেরেছিলেন ১০১ ছক্কা।
তৃতীয় ক্যারিবীয় হিসেবে ১০০ ছক্কার ঘরে ঢোকা পুরান ভেঙে দিয়েছেন গেইলের বিশ্ব রেকর্ডও। গেইলকে ১৩৫ ছক্কার জন্য ৩৬ ইনিংস খেলতে হলেও তাকে ছাড়িয়ে যেতে পুরানের লেগেছে ৫৭ ইনিংস।