স্কোয়াডের শক্তির বিচারে প্রতিপক্ষকে আগে থেকেই এগিয়ে রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়ে পার্থক্যটা যেন আরও ফুটে উঠল আক্রমণভাগে, বিশেষ করে ফিনিশিংয়ের সক্ষমতায়। সেখানে শতভাগ সাফল্যে প্রতিপক্ষকে একরকম উড়িয়েই দিল লিভারপুল।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউয়ের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে আর্না সস্নটের দল লিভাপুল। লুইস দিয়াজের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। এদিনের এই জয়ে আসরে এই নিয়ে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। আর জয় দিয়ে আসর শুরুর পর ম্যানইউ হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে।
ম্যাচের শুরুতেই ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড জালে বল পাঠালে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে লিভারপুল। গোললাইন প্রযুক্তিতে আসা তাদের সেই আনন্দ স্থায়ী হয়নি; আরেক প্রযুক্তি ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি, সালাহ ছিলেন অফসাইডে। ছন্দ খুঁজে ফেরা ম্যানইউ ৩৫ মিনিটে নিজেদের ভুলে ঠিকই পিছিয়ে পড়ে। মাঝমাঠে কাসেমিরোর ভুলে
বল ধরে ফের আক্রমণে ওঠে লিভারপুল। সতীর্থের পাস ধরে ডান দিক
দিয়ে দ্রম্নত এগিয়ে দূরের পোস্টে ক্রস বাড়ান সালাহ, আর দারুণ হেডে
গোলটি করেন দিয়াজ।
ম্যানইউ এই অর্ধে তাদের একমাত্র পরিষ্কার সুযোগ পায় ৩৯ মিনিটে। বক্সের মুখ থেকে নিচু শট নেন মরক্কোর ডিফেন্ডার নুসেইর মাজরাউয়ি, বল ভার্জিল ফন ডাইকের দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়াতে যাচ্ছিল। বলের গতি-প্রকৃতি বুঝতে একটু দেরি হলেও শেষমুহূর্তে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক আলিসন। সাত মিনিট পর আরেকটি দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের দিয়াজ।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় শট রাখতে পারে ম্যানইউ। এবার ডাচ স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজির কোনাকুনি শট ঝাঁপিয়ে রুখে দেন লিভারপুলের আলিসন। চার মিনিট পরই ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন সালাহ। দমিনিক সোবোসলাইয়ের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলটি করেন তিনি। পরের তিন মিনিটে আরও দুবার সুবর্ণ সুযোগ পান সালাহ। তার ওই দুটি শটই অবশ্য একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বাকি সময়ে আর উলেস্নখযোগ্য কিছু করতে পারেনি ম্যানইউ। ম্যাচ শেষের আগেভাগেই দলটির কিছু সমর্থককে হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়।