বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট
ব্যাটিং-বোলিংয়ে দু্যতি ছড়িয়ে ছুটছেন মিরাজ
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের অন্যতম
নায়ক মেহেদী হাসান মিরাজ। ইতিহাস গড়া
সেই টেস্টের শেষ ইনিংসে চার উইকেট নিয়ে মূলত ব্যবধানটা গড়ে দিয়েছেন তিনি। একই ভেনু্যতে দ্বিতীয় টেস্টেও ব্যাটে-বলে দু্যতি
ছড়াচ্ছেন এই অলরাউন্ডার।
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দু্যতি ছড়ালেন মেহেদী হাসান মিরাজ। বিপর্যয়ে পড়া দলের হাল ধরে তুলে নেন লঙ্গার সংস্করণে নিজের অষ্টম ফিফটি। আর তাতেই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন দুটি অর্জনে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে ১৯১ রানে পৌঁছে দিয়ে আউট হন মিরাজ। গুড লেংথের বলে ড্রাইভ খেলতে গিয়ে বোলার খুররাম শেহজাদের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১২৪ বলে ১২ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেছেন তিনি।
ফিফটির এ ইনিংসে তিনি ছাড়িয়ে গেছেন মাহমুদউলস্নাহ রিয়াদকে। ৮ নম্বরে নেমে টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৭ ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন মিরাজ। এ পজিশনে ৬টি ফিফটির ইনিংস আছে মাহমুদউলস্নাহর।
এর আগে শনিবার পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। আর এরই সুবাদে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নিজের নাম তুলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পর পর দুই বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের দুই দারুণ পারফর্ম্যান্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ারসেরা ১১২ রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন। আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ফাইফার।
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম
লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেই। হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কীর্তিমানের সঙ্গে শোভা
পাচ্ছে বাংলাদেশের মিরাজের নামটাও।
৫ উইকেট নিয়ে বিশেষ এক অর্জনে নাম লিখিয়েছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রথম এই কীর্তি
করেছেন সাকিব আল হাসান। দুটিই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। একটি ২০০৯ সালে, অন্যটি ২০১৮ সালে। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ দুবার।
এদিকে আউট হওয়ার আগে অষ্টম উইকেটে লিটনের সঙ্গে তিনি গড়েছেন ১৬৫ রানের জুটি, যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছে সিরিজের প্রথম টেস্টে। সেখানেও আছে মিরাজের নাম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৬ রানের জুটি
গড়েছিলেন মুশফিকুর রহিম ও মিরাজ।