টেস্ট এবং টি২০ সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২ ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি টি২০ ম্যাচ খেলবে দুই দল। আসন্ন সেই সিরিজের আগে ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সম্প্র্রতি ঘরোয়া ক্রিকেটের একটি টুর্নামেন্টে অংশ নিয়ে চোট পেয়েছেন সূর্য। ইনজুরি এতটাই গুরুতর যে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এ কারণে বাংলাদেশ সিরিজে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভারতের ঘরোয়া লিগ বুচি বাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সূর্য। টিএনসিএর বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০ রান করে সূর্য। তবে
অঘটন ঘটে দ্বিতীয় ইনিংসে।
দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে চোট পান এ ক্রিকেটার।
মুশির খানের করা একটি বল ব্যাটার লেগ স্স্নিপের দিকে ঠেলে দিলে ঝাঁপিয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করেন সূর্য। আর তাতেই চোটে পড়েন
তিনি। ঝাঁপিয়ে পড়ার কারণে
শরীরের কোথাও ব্যথা পেয়েছেন
বলে ধারণা করা হচ্ছে।
ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ভারতীয় তারকা। সূর্যের চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে বাংলাদেশ সিরিজে তিনি অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে।
যদি শেষ পর্যন্ত ইনজুরির কারণে
তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে নতুন অধিনায়ক নির্বাচন করতে
হবে ভারতকে।