মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

চিন্তিত নন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চিন্তিত নন আনচেলত্তি

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি রিয়াল মাদ্রিদের। তিন ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। এই ব্যবধান নিয়ে অবশ্য ভাবছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল কোচের সব ভাবনা দলের ছন্দহীন পারফরম্যান্স নিয়ে।

\হলিগ টেবিলে ৫ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে রিয়াল। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গত মৌসুমের রানার্সআপ বার্সেলোনা। তবে দীর্ঘ মৌসুমের সামনের পথচলায় কাতালান ক্লাবটির সঙ্গে এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে আত্মবিশ্বাসী আনচেলত্তি। লিগে রিয়ালের পরের ম্যাচ আজ রোববার, রিয়াল বেতিসের বিপক্ষে। তার আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য নয়, তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি, '(চিন্তিত কি-না) না, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা খুশি নই, তবে সেটা চার পয়েন্টের পিছিয়ে থাকার কারণে নয়, আমরা ভালো খেলিনি তাই। মৌসুম খুব দীর্ঘ এবং

এখনকার এই পার্থক্য খুব বেশি

অর্থ বহন করে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে