মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মাঠ করতে নৌকার আকৃতির দরকার নাই : বিসিবি সভাপতি

দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রম্নত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সেই চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।--------- ফারুক আহমেদ
ক্রীড়া প্রতিবেদক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাঠ করতে নৌকার আকৃতির দরকার নাই : বিসিবি সভাপতি

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্বপ্নের প্রকল্প ছিল পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় বিসিবির সভাপতির পদ হারিয়েছেন পাপন। এরপরই গত বৃহস্পতিবার শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার বাতিল করেছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির ১২তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, 'স্টেডিয়ামের দরপত্রের প্রসেস শুক্রবার শেষ তারিখ ছিল। আমরা বাতিল করেছি।'

পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম 'দ্য বোট' নির্মাণের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর পাশাপাশি স্টেডিয়ামের নাম ও নকশা বদলের কথাও তিনি জানান।

শনিবার সকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পূর্বাচলে জমি পরিদর্শনে যান। এ সময় ছিলেন বিসিবি পরিচালক আকরাম খান, ইফতেখার আহমেদ, নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, কাজী ইনাম, মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, 'মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের

দরকার নাই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ

করতে যা দরকার, তা করব।'

সরকারের পালাবদলের প্রেক্ষিতে 'শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম' নামটা যে থাকছে না, সেই খবর আগেই বেরিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনো আসেনি। এ ব্যাপারে ফারুকের ভাষ্য, 'এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।'

অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, 'দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রম্নত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সেই চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।'

'আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট বহন করতে পারব না। সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রম্নতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট অনেক খেলা। এখন সেজন্য মাঠটা তৈরি করব।'

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে জলদি আলোচনা করে মাঠের কাজ শুরু করতে চান বর্তমান সভাপতি ফারুক।

পূর্বাচলের স্টেডিয়ামটি করার জন্য ইতোমধ্যে অনেক অর্থ

ব্যয় করতে হয়েছে বিসিবিকে। নকশা তৈরিসহ অন্যান্য কাজে এসব টাকা খরচ হয়েছে। এগুলো কি এখন ফিরিয়ে আনা সম্ভব কি না জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।

তিনি বলেন, 'আমি আগেই উলেস্নখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা বিনিয়োগ হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে, আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম, আমি ওদের পরিকল্পনাটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই পরিকল্পনাটা দেখে, ড্রইং দেখে ওদের পরামর্শ অনুযায়ী আমরা

প্রথমে মাঠ করার চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে