মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডেই জোকোভিচের বিদায়

ক্রীড়া ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নোভাক জোকোভিচ

পাঁচটি-দশটি নয়, ১৪টি ডাবল ফল্ট! এছাড়াও কোর্টে গতি মন্থর, শটে ধার নেই। ১৮ বছরের মধ্যে ইউএস ওপেনে দ্রম্নততম বিদায়ের তিক্ত স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হলো সার্বিয়ান টেনিস তারকাকে। ফলে তার রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্স্নাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। পাশাপাশি ৩৭ পেরুনো কিংবদন্তির ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো হলো। কার্লোস আলকারাজের বিদায়ের পর আরেকটি বড় অঘটনের মঞ্চায়ন হলো ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন জোকোভিচ।

শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে ৩-১ সেটে হেরেছেন ছেলেদের বিশ্ব র?্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জোকোভিচ। ম্যাচের পরিসংখ্যানে ফুটে ওঠে জোকোভিচের ছন্দহীনতা। তিনি আনফোর্সড এরর করেন ৪৯টি। ডাবল ফল্টের সংখ্যা ছিল ১৪টি। এসবের খেসারত হিসেবে র?্যাংকিংয়ের ২৮ নম্বরে থাকা প্রতিপক্ষের কাছে তাকে

হারতে হয়েছে ৪-৬, ৪-৬, ৬-২ ও ৪-৬ সেটে।

২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্স্নাম ছাড়াই বছর শেষ করলেন জোকোভিচ। চলতি বছরের আগের তিনটি গ্র্যান্ড স্স্নামের দুটি জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ (ফরাসি ওপেন ও উইম্বলডন) এবং একটি জিতেছেন ইতালির ইয়ান্নিক সিনার (অস্ট্রেলিয়ান ওপেন)। জোকোভিচ অবশ্য উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। কিন্তু আলকারাজের কাছে একদম পাত্তা পাননি। তিনি হেরে গিয়েছিলেন ৩-০ সেটে।

এই পতনের দুই সপ্তাহ আগেই নতুন উচ্চতা ছুঁয়েছিলেন জোকোভিচ। প্যারিস অলিম্পিকসের সোনা জিতে ক্যারিয়ারের বড় একটি অপূর্ণতা ঘোচান তিনি। অর্জন-রেকর্ডে সমৃদ্ধ ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলেছিলেন তিনি সেটিকেই। এবার ইউএস ওপেন থেকে এত দ্রম্নত বিদায়ের পর অলিসিম্পকের সেই ক্লান্তিকেই দায় দিলেন জোকোভিচ, 'সোনা জয়ের সেই প্রক্রিয়ায় প্রচুর প্রাণশক্তি ক্ষয় হয়েছে আমার। নিউ ইয়র্কে যখন আসি, শারীরিক ও মানসিকভাবে তরতাজা ছিলাম না। তারপরও, ইউএস ওপেন বলেই ভেবেছি যে চেষ্টা করেই দেখি এবং সর্বোচ্চ চেষ্টাই করেছি। শারীরিক কোনো সমস্যা বা চোট ছিল না। স্রেফ অনুভব করছিলাম, ভেতরে কোনো শক্তি অবশিষ্ট নেই এবং যেভাবে খেলেছি, তাতেই তা ফুটে উঠেছে।'

জোকোভিচের কথার সত্যতা অবশ্য তার পারফরম্যান্সেই বোঝা গেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তাকে বেশ খাপছাড়া মনে হয়েছে। প্রথম দুই রাউন্ডে জিতলেও অনেক কষ্ট হয়েছে, ভুলের পর ভুল করেছেন। পপিরিনের বিপক্ষে এই ম্যাচে ১৪টি ডাবল ফল্ট করেছেন, তার গ্র্যান্ড

\হস্স্নাম ক্যারিয়ারেই যা সবচেয়ে বেশি।

আর এই ম্যাচে নিজের পারফরম্যান্স, এবারের আসরে তার পারফরম্যান্সের হতাশা, সবই অকপটে বললেন ৩৭ বছর বয়সি টেনিস তারকা জোকোভিচ, 'গতিময় সারফেসে যদি সার্ভ উধাও হয়ে যায়, ফ্রি পয়েন্টস আদায় করা না যায়, এত ডাবল ফল্ট হয়, তাহলে ম্যাচ জেতা যায় না। আমার জন্য ভয়ানক বাজে ম্যাচ ছিল। এবার আসলে এখানে প্রথম ম্যাচ থেকেই কোর্টে নিজেকে খুঁজে পাইনি। এটাই বলতে পারি শুধুই। অনেক বেশি কিছু চেষ্টা করেছি। এটাও কখনো কখনো বড় সমস্যা। কারণ, মৌলিকত্ব থেকে সরে গেছি। মৌলিক জায়গা থেকে সরে গেলে ভিত এলোমেলো হয়ে যায়। এখানে যে তিনটি ম্যাচ খেললাম- মানসিকভাবে আমার জন্য ছিল বড় একটা লড়াই। কারণ নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও থাকতে পারিনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে