মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কাঁধের চোটে মাঠের বাইরে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে কাঁধে চোট পেয়ে কাতরাচ্ছেন মুশফিকুর রহিম। ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে আর খেলতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল -ওয়েবসাইট

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটিং করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাওয়ালপিন্ডিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাধায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিন শনিবার টস হেরে ব্যাট করছে পাকিস্তান। বল হাতে আধিপত্য চলছে টাইগারদের। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃসংবাদ মুশফিকের চোট।

পাকিস্তানের মাটিতে দেশকে প্রথম জয় এনে দেওয়ার পথে ?গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মিস্টার ডিপেন্ডেবল কাঁধের চোটে পড়েছেন। ইনিংসের ৫৩তম ওভারের সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পান তিনি।

তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ দলের চিকিৎসক। কিন্তু মিনিটখানেক পরই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়তে হয় মাঠ।

তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যেভাবে মাঠ ছেড়েছেন তাতে দ্বিতীয় টেস্টে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকের ১৯১ রানের ওপর ভর করে ৫৬৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে ৩০ রানের লক্ষ্য তাড়া করে ১০ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে এবং দেশটির মাটিতে যে কোনো সংস্করণে এটিই টাইগারদের প্রথম জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে