সমতা ফেরানোর সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খুব বাজেভাবে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। ইসলামাবাদে ৮ উইকেটে ম্যাচ হেরেছিল তাওহিদ হৃদয়ের দল। পরের দুই ম্যাচে সিরিজের ফয়সালা হতো। কিন্তু বৃষ্টির বাগড়ায় প্রথমে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য ছিল সিরিজে সমতা ফেরানোর। কিন্তু তৃতীয় ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। তাতে সিরিজ হাতছাড়া হলো সৌম্য, তাওহিদ, সাইফদের।
ইসলামাবাদে বৃষ্টির বাগড়ায় এদিনও টস অনুষ্ঠিত হয়নি। মুষলধারে বৃষ্টির কারণে মাঠ থেকে কাভারও তুলতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। খেলা শুরুর কোনো সম্ভাবনা না থাকায় ম্যাচটা আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। লম্বা সময় পর বাংলাদেশ 'এ' দল দেশের বাইরে সফর করেছিল। এই সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দু'টি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল।
প্রথম চারদিনের ম্যাচটি ঠিকঠাক অনুষ্ঠিত হলেও পরের চারদিনের ম্যাচের প্রথম দু'দিনই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ দু'দিন খেলা হলে ম্যাচটা নিষ্প্রাণ ড্র হয়। এরপর প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ 'এ' দল। সিরিজ বাঁচানোর আশা ছিল সফরকারীদের। কিন্তু শেষ দু'টি ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি। তাতে দুই শিবিরেই হতাশা কাজ করার কথা। আজ বাংলাদেশ 'এ' দলের দেশে ফেরার কথা রয়েছে।