এক কোটি পাউন্ডে লিভারপুলে কিয়েসা

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক কোটি পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস থেকে ফেদেরিকো কিয়েসাকে দলে ভেড়াল লিভারপুল। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন কোচ আর্নেস্স্নট আসার পর দল-বদলের বাজারে এবারই প্রথম পা রাখল অলরেডরা। কিয়েসার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। ইতালির ২০২০ ইউরো জয়ের পেছনে দারুণ অবদান রাখেন কিয়েসা। এরপর ২০২০ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। প্রথম মৌসুমেই সিরি আর বর্ষসেরা একাদশে জায়গা করে নেন এই ফরোয়ার্ড। পরে অবশ্য তাকে পাকাপাকিভাবেই কিনে নেয় তুরিনের বুড়িরা। কিন্তু ২০২২ সালের শুরুতে ভয়ানক ইনজুরিতে পড়েন কিয়েসা। এরপর নিজের সেই চিরচেনা ফর্মে আর ফিরতে পারেননি। জুভেন্টাসের হয়ে ১৩১ ম্যাচে ৩২ গোল করেন তিনি। লিভারপুলে যোগ দিয়ে ২৬ বছর বয়সি কিয়েসা বলেন, 'লিভারপুলের খেলোয়াড় হতে পেরে আমি খুবই খুশি। যখন রিচার্ড হিউজ আমাকে কল করে বলে, তুমি কি লিভারপুলে যোগ দিতে চাও? পরে কোচও আমাকে কল করল। আমি সঙ্গে সঙ্গেই হঁ্যা বলেছিলাম। কারণ আমি এই ক্লাবের ইতিহাস জানি। আমি জানি, ভক্তদের কাছে তারা কী তুলে ধরতে চায়। তাই আমি খুবই খুশি এবং শুরু করার জন্য আর তর সইছে না।'