শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রিয়ালকে রুখে দিল লাস পালমাস

ক্রীড়া ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
রিয়ালকে রুখে দিল লাস পালমাস

ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য বজায় রাখল রিয়াল মাদ্রিদ। তবে গোলমুখে যথেষ্ট কার্যকর হতে পারল না তাদের খেলোয়াড়রা। লাস পালমাসের বিপক্ষে অনেকটা সময় পিছিয়ে থাকার পর কোনোমতে হার এড়াল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় বৃহস্পতিবার রাতে লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে আলবের্তো মোলেইরোর গোলে লাস পালমাস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিয়াস জুনিয়র।

এদিনের ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারীরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পালমাস।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রিয়াল। মায়োর্কার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রিয়াল ভাইয়াদলিতের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। রিয়ালের জার্সিতে লা লিগায় কিলিয়ান এমবাপের প্রথম গোলের অপেক্ষা বাড়ল আরও। লিগে তিন ম্যাচ খেলে এখনো জালের দেখা পেলেন না ফরাসি এ তারকা। চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পান এমবাপেই। ভিনিসিয়াসের পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার শট আটকে দেন

প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

পরের মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। সমর্থকদের উলস্নাসে ভাসিয়ে পালমাসকে এগিয়ে নেন আলবের্তো। সতীর্থের পাস পেয়ে বক্সে রিয়ালের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন তিনি। একটু পরই আরেকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে কাছ থেকে ঠিকমতো শট নিতে পারেননি ওলি ম্যাকবার্নি। ম্যাচের ২৫তম মিনিটে দারুণ সেভে রিয়ালকে হতাশ করেন ইয়াসপার সিলেসেন। ফ্রি-কিকে ফেদেরিকো ভালভের্দের নিচু জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান এই ডাচ গোলরক্ষক।

এমবাপে আরেকটি সুযোগ পান ২৯তম মিনিটে। বক্সের বাইরে থেকে তার শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষক বরাবর যায়। আর ৩৯ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ করেন সিলেসেন। বক্সের বাইরে থেকে আন্টোনিও রুডিগারের জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে রিয়াল। ৫১তম মিনিটে বক্সে ঢুকে প্রতিপক্ষের দু'জনের বাধা এড়িয়ে শট নেন ভিনিসিয়াস, কাছের পোস্টে অনায়াসে ঠেকান সিলেসেন। পরের মিনিটে এমবাপের শট প্রতিহত হয় রক্ষণে।

আর ৫৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হারান সান্দ্রো রামিরেস। অফ সাইডের ফাঁদ এড়িয়ে সতীর্থের থ্রম্ন বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, গোলরক্ষক থিবো কর্তোয়া এগিয়ে আসেন পোস্ট ছেড়ে, কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি সান্দ্রো। ম্যাচের ৬৯ মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান ভিনিসিয়াস। বক্সে পালমাসের ডিফেন্ডার আলেক্স সুয়ারেসের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

৮৬তম মিনিটে ভিনিসিয়াসের বদলি নেমেই একটি সুযোগ পান আগের ম্যাচে অভিষেকে গোল করা এন্দ্রিক। তবে প্রতিপক্ষের খেলোয়াড়ের চাপে বক্সের বাইরে থেকে ঠিকমতো শট নিতে পারেননি তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বক্সের ভেতর থেকে জোরাল শটে রিয়ালের জালে বল পাঠিয়ে উলস্নাসে মাতেন পালমাসের মিডফিল্ডার ভিতি। তবে আক্রমণের শুরুতে জেমি মাতা অফসাইডে থাকায় মেলেনি গোল। বেঁচে যায় রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে