পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বৃষ্টি বাধায় পড়ে বাংলাদেশ।
পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। লম্বা সময় বৃষ্টি হওয়ার কারণে এদিন এক বলও মাঠে গড়ায়নি। মধ্যাহ্নবিরতির পর পরিস্থিতি বুঝে প্রথম দিন খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অনফিল্ড আম্পায়াররা।
রাওয়ালপিন্ডিতে গত দুই দিন ধরেই ভারী বর্ষণ চলছে। গতকালও বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই সত্যি প্রমাণিত হয়েছে। প্রবল বর্ষণের কারণে ভেস্তে গেল দ্বিতীয় টেস্টের প্রথম দিন।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস করার কথা ছিল। আর খেলা শুরুর কথা বেলা ১১টায়। কিন্তু তার আগেই রাওয়ালপিন্ডিতে হানা দেয় বেরসিক বৃষ্টি। যার ফলে নির্দিষ্ট সময়ে টস করতে পারেনি দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যাক্ত
ঘোষণা করা হয়।
রাওয়ালপিন্ডির এই পুরো ম্যাচেই বৃষ্টি চোখ রাঙানি দিচ্ছে। আগামী চার দিন সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই ম্যাচ থেকে ফল আসার সম্ভাবনা অনেক কম। বৃষ্টির কারণে যদি ম্যাচ ড্র হয়, তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা।
বাংলাদেশ-পাকিস্তান চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় সেস্না ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র ১টি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে প্রথম টেস্টে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।