রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেওয়ার পাশাপাশি জিতে নিয়েছেন লা লিগার শিরোপাও। দলের এই শিরোপা জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। তাতে এবার ব্যালন ডি'অর জিতে নেওয়ার রেসে বেশ এগিয়ে এই ব্রাজিলিয়ান। আর শেষ পর্যন্ত নিজের হাতে এই পুরস্কার দেখার ব্যাপারেও দারুণ আশাবাদী এই ফরোয়ার্ড। এর আগে ব্রাজিলের হয়ে অনেকেই জিতেছেন ব্যালন ডি'অর। প্রথমবার জিতে নেন রোনালদো নাজারিও। তিনি পেয়েছেন দুইবার। এরপর রিভালদো, রোনালদিনহো এবং কাকাও জিতেছেন এই মর্যাদার ট্রফিটি। তাদের মতো এই পুরস্কার হাতে নেওয়ার স্বপ্ন দেখেন ভিনিসিয়াসও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, 'আমার কাছে উদাহরণ হিসাবে কাকা আছে, রোনালদো (নাজারিও) আছে যিনি দুইবার পুরস্কার জিতেছেন, আমার কাছে রয়েছে রোনালদিনহো, রিভালদো, অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড় যারা ব্যালন ডি'অর জিতেছেন। কিন্তু নিঃসন্দেহে, রোনালদো নাজারিও ও রোনালদিনহো হলেন আমার সবচেয়ে কাছের, যারা আমাকে প্রতিদিন বলেন যে আমাকে ব্যালন ডি'অর জিততে হবে।'