নেপালে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে কোচ মারুফুল হকের শিষ্যরা। চতুর্থবার ফাইনাল খেলে বাংলাদেশের প্রথম শিরোপা। বিজয়ী এই দলকে সংবর্ধনা দেবে সরকার। টেস্ট বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের
\হউপদেষ্টা পরিষদ।
বয়সভিত্তিক সাফ আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা শেষে
সাংবাদিকদের জানান তিনি।
তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট বিজয়ে সব খেলোয়াড়-কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।'
রিজওয়ানা হাসান বলেছেন, 'সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল টিমকে সংবর্ধনা দেওয়া হবে।'
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ১০ উইকেটের স্মরণীয় জয় তোলে টিম টাইগার্স। যা দেশটির বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়ও। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে শুক্রবার।