'পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে' দিতে চান আইসিসির নতুন সভাপতি
প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। নির্বাচিত হওয়ার পর ৩৫ বর্ষী জয় শাহ জানিয়েছেন, তার প্রথম কাজ হবে ক্রিকেটকে আরও
বেশি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া।
জয় শাহ বলেছেন, 'আমি আইসিসি'র সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অনেকগুলো ফরম্যাটে ক্রিকেট খেলা হয়। সেখানে ভারসাম্য বজায় রাখাটা জরুরি। আমি আরও বেশি করে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহ দিতে চাই। আমরা চাই, ক্রিকেটকে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে সামনে নিয়ে আসতে।'
'আমরা নতুন চিন্তা ভাবনাকে, নতুন প্রযুক্তিগত উদ্ভাবনকে সঙ্গে নিয়ে চলতে চাই, যাতে সারাবিশ্বে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠতে পারে। ২০২৮'এর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী।' জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, আইসিসি'তে বর্তমানে ১৬ জন সদস্য আছে। মনোনয়নপত্র
পেশ করার সময় ১৫টি দেশ জয় শাহকে সমর্থন করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সে সময় 'নীরব দর্শক' ছিল। বিসিসিআই সচিব হিসেবে জয় শাহ কোনো বেতন পেতেন না। কারণ বিসিসিআইয়ের সচিব, সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ পদ হলো সম্মানিক। এই পদে কোনো বেতন পাওয়া যায় না। তবে তারা ভাতা পান, কাজে গেলে থাকা-খাওয়ার পুরো খরচ বোর্ড দেয়।
বিসিসিআই সচিব আন্তর্জাতিক বৈঠকে গেলে দিনে এক হাজার ডলার পান। দেশের ভেতরে বোর্ডের বৈঠকে যোগ দিতে গেলে বিজনেস ক্লাসের টিকিট ও দিনে ৪০ হাজার টাকা ও লাক্সারি হোটেলে থাকার খরচ পান। বোর্ডের অন্য কাজে
গেলে ৩০ হাজার টাকা পান।
আইসিসির পদে যারা থাকেন, তারাও কোনো বেতন পান না। তবে তারাও ভাতা ও অন্য খরচ পান। তবে সেই ভাতার পরিমাণ কত, তা আইসিসি জানায়নি। বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।