বয়স ৩৯ পেরিয়েছে, সামনে নেই বড় কোনো টুর্নামেন্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো আর কতদিন পেশাদার ফুটবল চালিয়ে যাবেন- এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন লক্ষ্যে তিনি আরও খেলা চালিয়ে যাচ্ছেন তা নিয়েও আছে মানুষের কৌতূহল। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে রোনালদো জানালেন তার নতুন লক্ষ্যের কথা। পেশাদার ফুটবলে তিনি করতে চান ১ হাজার গোল।
সৌদি প্রো লিগে আল ফায়াহের বিপক্ষে আল নাসেরের বিপক্ষে গত মঙ্গলবার ফ্রি-কিকে দারুণ গোল করার মধ্য দিয়ে একটি মাইলফলকের কাছে পর্তুগিজ মহাতারকা। এই গোলটি হয়ে গেছে তার ৮৯৯তম গোল। 'ইউআর ক্রিশ্চিয়ানো' ইউটিউব চ্যানেলে ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে রোনালদো জানান নতুন মাইলফলকের কথা, 'শিগগিরই আমি ৯০০ গোল করব এবং এরপর আমি ১ হাজার গোলের দিকে ছুটব। আমি ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই।
ুুফুটবলে সেরা গোল স্কোরারের নাম উঠলে পেলে, আলফ্রেড ডি স্টেফানোদের নাম আসে। রোনালদো তাদের সম্মান রেখেই বললেন তার সব গোলের ভিডিও আছে, 'আমি যতটা গোল করেছি সব ভিডিও আছে,
\হআমি প্রমাণ করতে পারি। আমার চ্যালেঞ্জ হচ্ছে ১ হাজার গোল করা। আমি তাদের (পেলে,
\হস্টেফানো) সম্মান করি।'
১ হাজার গোলের লক্ষ্য ৪১ বছর বয়সের আগেই পূর্ণ করতে পারবেন বলেও আশাবাদী বিশ্ব ফুটবলের বড় এই তারকা। ১ হাজার ছুঁতে কতদিন খেলতে হবে,
৪১ বছর বয়স পর্যন্ত নাকি আরও বেশি, সেই প্রশ্ন
তুললেন ফার্ডিনান্ড। রোনালদোর অবসর ভাবনা নিয়েও কথা হলো। ৩৯ বছর বয়সি তারকা বললেন,
তার শেষ এখনও অনেক দূরের পথ।
রোনালদো বলেন, 'জানি না, কোথায় আমার শেষ হবে। অনেক দিন ধরে খেলতে থাকলে অনেক কিছু শেখাও হয়ে যায়। আমি একটা ব্যাপার শিখেছি, তা হলো বর্তমানকে উপভোগ করা। কাল কী হবে, কে জানে!। আমি জানি, এখনও ভালো অনুভব করছি। যেদিন আমার মনে হবে যে কিছু করতে পারছি না- শুনুন, সেদিন ব্যাগ গুছিয়ে নেব এবং দূরে সরে যাব।
তবে সেই দিনটি এখনো দূরে আছে।'