শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাফ জয়ের পর এবার নতুন লক্ষ্য যুবাদের

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
সাফ অনুর্ধ্ব ২০ ট্রফি জয়ী বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিকেলে চ্যাম্পিয়নরা দেশে ফিরেছে -ফাইল ফটো

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপেস্নক্সে যুব সাফের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতল রাহুল-মিরাজুলরা। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর এবার যুবাদের সামনে অপেক্ষা করছে এশিয়ার চ্যালেঞ্জ!

মাত্র দু'সপ্তাহের অনুশীলনেই সাফের শিরোপাটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কোচ মারুফুল হকের হাত ধরেই এসেছে এই সাফল্য। ১৮ আগস্ট শুরু হওয়া অনূর্ধ্ব ২০ সাফে ৬ দলের মধ্যে বাংলাদেশ ছিল গ্রম্নপ 'এ'তে। যেখানে তাদের সঙ্গী হয়েছিল স্বাগতিক নেপাল ও শ্রীলংকা। গ্রম্নপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে শুরু, তবে দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। কিন্তু হঠাৎ হোচটেও ভেঙ্গে পড়েনি বাংলাদেশের যুবারা। দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়ানোর। তাই স্বাগতিকদের কাছে হেরে গ্রম্নপের চ্যাম্পিয়ন হতে না পারলেও সেমিফাইনালে শক্তিধর ভারতের বিপক্ষে লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল তারা। লক্ষ্য ছিল ফাইনাল। তাই যে ভারতের কাছে ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির আসরে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ সেই ভারতকেই এবার সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজরা। তবে সেই জয়টা কিন্তু খুব সহজ ছিল না। সেমিফাইনাল ম্যাচটা নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশেরই গ্রম্নপের দল নেপাল সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে তাদের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। যে কারণে ফাইনালে দ্বিতীয় বারের মতো দেখা হয় নেপাল-বাংলাদেশের। কিন্তু স্বাগতিক নেপালকে ফাইনালে পেয়েও মোটেই ঘাবড়ে যায়নি বাংলাদেশ। কারণ গ্রম্নপপর্বে ছোট একটা ভুলেই হেরেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাস ছিল, যে কারণে সেমিফাইনালেই ঘুরে দাঁড়াতে পেরেছিল মারুফুলের শিষ্যরা। ফাইনাল ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেপাল। ৪-১ গোলে স্বাগতিক দলটিকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাবার। হাতে সময় আছে প্রায় তিন সপ্তাহের মতো। এই সময়ের মধ্যে এএফসি এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে হবে মারুফুল হকের শিষ্যদের। আগামী ২১-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে বাছাইপর্বের এ গ্রম্নপে। এই গ্রম্নপে আরও রয়েছে ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটান। এই গ্রম্নপের আয়োজক ভিয়েতনাম। আগামী ২১ সেপ্টেম্বর সিরিয়া, ২৩ সেপ্টেম্বর গুয়াম, ২৭ সেপ্টেম্বর ভিয়েতনাম ও ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে ১০ গ্রম্নপে মোট ৪৫টি দল অংশ নিচ্ছে। ১০ গ্রম্নপের চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্স আপ আগামী বছর চীনে অনুষ্ঠেয় যুব এশিয়ান কাপের মূলপর্বে

খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে