মাঠে লুটিয়ে পড়ে উরুগুয়ের ফুটবলারের মৃতু্য

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত সপ্তাহে খেলার মাঝেই মাঠে আচমকা লুটিয়ে পড়েছিলেন হুগান ইজিকুয়ের্দো? উরুগুয়ের এই ফুটবলার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে মঙ্গলবার মারা গেছে। তার উরুগুয়াইন ক্লাব নাসিওনাল এই খবর নিশ্চিত করেছে। ব্রাজিলে সাও পাওলোর বিপক্ষে কোপা লিবার্তোদেস ম্যাচ চলাকালীন ২৭ বছর বয়সি ডিফেন্ডার আকস্মিকভাবে লুটিয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল? চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃতু্য হয়েছে। এক্স একাউন্টে নাসিওয়াল লিখেছে, 'গভীর দুঃখ ও স্তম্ভিত হৃদয়ে ক্লাব নাসিওনাল জানাচ্ছে যে আমাদের ভীষণরূপ্রয় ফুটবলার হুয়ান ইজিকুয়ের্দো মারা গেছেন। তার পরিবার, সতীর্থ ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। অপূরনীয় এই ক্ষতিতে নাসিওনাল শোক পালন করছে।' দক্ষিণ আমেরিকান ফুটবলের গভনিং বডির সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজও এই অকাল মৃতু্যতে শোক জানিয়েছেন, 'দক্ষিণ আমেরিকার ফুটবল শোক পালন করছে।' হুয়ান যাদের বিপক্ষে ম্যাচে অসুস্থ হয়েছিলেন, ব্রাজিলের সেই সাও পাওলো ক্লাবও এই ঘটনায় শোকাহত, 'ফুটবলের জন্য এটা দুঃখের দিন।' মউরুম্বি স্টেডিয়ামে ম্যাচের ৮৪ মিনিটে নিজে থেকেই পড়ে গিয়ে অচেতন হয়ে যান হুয়ান। তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রম্নত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর থেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তবে সকল চেষ্টা বৃথা করে চিরতরে চলে গেলেন এই ফুটবলার।