বাংলাদেশের ১০ ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার টি২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৪তম আসরে খেলার জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। ছেলেদের লিগে ৯ জন আর মেয়েদের মধ্যে আছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। আগামী রোববার হবে এবারের আসরের পেস্নয়ার্স ড্রাফট। বুধবার ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ছেলেদের তালিকায় ৪৩২ জন আর মেয়েদের তালিকায় আছে ১৬১ জন ক্রিকেটারের নাম।
তারকাবহুল এই ড্রাফটে বাংলাদেশ থেকে থাকছে হাসান মাহমুদ, জাকের আলি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান ও তানজিম হাসানের নাম। এই ৯ জনের কারোরই বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। রিশাদ ও সাইফউদ্দিন সবশেষ গেস্নাবাল টি২০ লিগে দল পেলেও ভিসা জটিলতায় কানাডায় খেলতে যেতে পারেননি।
রিশাদ, তানজিদ ও তানজিম ৬ থেকে ৯টি ম্যাচ ও পরে ফাইনালসের জন্য নাম দিয়েছেন। বাকি ৬ জন পুরো টুর্নামেন্টের জন্যই নাম দিয়েছেন ড্রাফটে। মেয়েদের লিগে জাহানারাও পুরো টুর্নামেন্টের জন্য ড্রাফটে নাম দিয়েছেন।
জাহানারা এরই মধ্যে ভারতের ওমেন্স টি২০ চ্যালেঞ্জ, পাকিস্তানের প্রদর্শনীমূলক ওমেন্স লিগ ও হংকংয়ের আমন্ত্রণমূলক ফেয়ারব্রেক টুর্নামেন্ট খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার। আগামী ১ সেপ্টেম্বর হবে ড্রাফটের আনুষ্ঠানিকতা। খেলোয়াড়দের অ্যাভেইলেবিলিটি হতে যাচ্ছে আট ক্লাবের খেলোয়াড় বাছাইয়ের বড় ফ্যাক্টর, এজন্য চারটি ক্যাটাগরি করা হয়েছে। ফাইনালসহ ফুল অ্যাভেইলেবিলিটি, ফুল রেগুলার সিজন অ্যাভেইলেবিলিটি, ৬-৯ ম্যাচ এবং ৪-৬ ম্যাচ। আপাতত খেলোয়াড়রা তাদের মতো করে অ্যাভেইলেবিলিটির ক্যাটাগরি দিয়েছেন, মূল সিদ্ধান্ত নেবে তাদের স্ব স্ব জাতীয় দল।
বাংলাদেশ থেকে পুরো টুর্নামেন্টের জন্য অ্যাভেইলেবল থাকবেন হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রনি তালুকদার, শামীম হোসেন, তাইজুল ইসলাম। ছয় থেকে নয়টি ম্যাচ ও ফাইনালের জন্য অ্যাভেইলেবল থাকবেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। ড্রাফটে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।
ইতোমধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাডাম হোসন, জেমি ওভারটন ও ডেভিড পেইনকে রিটেইন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। এছাড়া ব্রিসবেন হিটে থাকছেন পল ওয়াল্টার, টম ব্যান্টন, হোবার্ট হারিকেন্সে কোরি অ্যান্ডারসন ও স্যাম হেইন। মেলবোর্ন রেনেগেডস ধরে রেখেছে মুজিব উর রহমান, জো ক্লার্ক, জর্ডান কক্সকে।
মেলবোর্ন স্টার্সের রিটেইন খেলোয়াড় ড্যান লরেন্স, ইমাদ ওয়াসি, লিয়াম ডওসন, ওলি স্টোন, উসামা মীর ও হ্যারিস রউফ। জ্যাক ক্রলি, স্টিফেন এসকিয়াঞ্জি, লরি ইভান্স, টাইমাল মিলসকে রেখে দিয়েছে পার্থ স্কর্চার্স। সিডনি সিক্সার্স ধরে রেখেছে ইজহারুল হক নাভিদ রেহান আহমেদ ও জেমস ভিন্সকে। সিডনি থান্ডারে টিকে গেছেন অ্যালেক্স হেলস, জামান খান, টম কোহলার-ক্যাডমোর।
বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে খেলেছেন কেবল সাকিব আল হাসান। ২০১৪ সালে অ্যাডিলেডের হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি। পরের বছর মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চার ম্যাচে জার্সি পরেন। তারপর থেকে আর বিবিএলে দেখা যায়নি তাকে। বিগ ব্যাশ পুরুষদের টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর, শেষ ২৭ জানুয়ারি। মেয়েদের টুর্নামেন্ট শুরু ২৭ অক্টোবর, শেষ হবে ১৫ ডিসেম্বর।