শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শান্তর পরামর্শ মেনেই বাবরকে আউট করেন নাহিদ

ক্রীড়া ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
শান্তর পরামর্শ মেনেই বাবরকে আউট করেন নাহিদ

নাহিদ রানা, বাংলাদেশের নতুন পেস সেনসেশন। চলতি বছর মার্চে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ওই টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের প্রতিভা জানান দিয়েছিলেন তরুণ এই পেসার। এবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এক উইকেট নিলেও ছিলেন ভয়ংকর রূপে। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে আউট করেছিলেন বাবর আজমকে। মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরামর্শেই পাকিস্তানের এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি।

ক্রিকেটের যে কোনো সংস্করণের জন্যই ভয়ংকর ব্যাটার বাবর। উইকেটে টিকে গেলে রানের বন্যা বইয়ে দিতে পারেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন বাবর। পরের ইনিংসে লিটন দাস ক্যাচটি ধরতে পারলে আরও একবার শূন্যতে বিদায়ের লজ্জা পেতেন। শেষ পর্যন্ত জীবন পাওয়ায় বাবরকে নিয়ে একটা সংশয় কাজ করছিল বাংলাদেশের মনে। তবে তাকে ২২ রানের বেশি করতে দেননি নাহিদ।

নাহিদের করা ঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন বাবর। নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাহিদ বলেছেন, 'অধিনায়ক (নাজমুল হোসেন শান্ত) আমাকে সামনে সামনে বাউন্সার করার পরিকল্পনা দিয়েছিল। সে (বাবর) আগেই চাপে ছিল, কারণ অন্য দুজন (শরিফুল ও হাসান মাহমুদ) ভালো বোলিং করে গেছে। ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়েছে।'

তরুণ এই পেসার সতীর্থদেরও কৃতিত্ব দিয়ে আরও বলেছেন, 'সাকিব ভাই-মুশফিক ভাইদের মতো লিজেন্ডদের সঙ্গে এক দলে খেলা অনেক বড় কিছু। যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে মাঠে খেলছি, এই বিষয়টা আমাকে উৎসাহ দেয়। শুরুর দিকে বোলিং করার সময় ব্যাকফুটে ছিলাম। হাসান মাহমুদ ও শরিফুল ভাই কামব্যাক করতে সহায়তা করেছেন। লাইন-লেংথ ঠিক করে বোলিং করতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে