প্রিমিয়ার লিগে ঢাকার বাইরে খেলবে না ক্লাবগুলো
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতির কারণে এই মৌসুমে ঢাকার বাইরে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সোমবার দুপুরে প্রিমিয়ারের ১০ ক্লাবের মধ্যে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী ছাড়া বাকি দলগুলোর প্রতিনিধিরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
মতিঝিলের মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত এই সভায় আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম, মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম, ব্রাদার্সের ম্যানেজার আমের খানসহ অন্য ক্লাবের প্রতিনিধি ছিলেন। সভা সূত্রে জানা গেছে, ক্লাবগুলো আগামী দু-একদিনের মধ্যে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে বসবে। তারপর তারা বাফুফেকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তগুলো উপস্থাপন করবে।
গত কয়েক মৌসুম ধরে ক্লাবগুলো অংশগ্রহণ ফি পায় না। তারা বকেয়া পরিশোধের জন্যও বাফুফেকে অনুরোধ করবে। ক্লাবগুলো আগামী মৌসুমে মাত্র দুজন বিদেশি নিবন্ধনের দাবিও জানাবে বাফুফের কাছে। পাশাপাশি বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার দাবিও করা হবে। ঘরোয়া ফুটবল নিয়ে বাইলজ সংশোধনের ক্ষেত্রে ক্লাব প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে এই আলোচনা সভায়।
মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, 'আটটি ক্লাবের প্রতিনিধি একসঙ্গে সভা করেছি। আমরা সবাই একমত হয়েছি ঢাকার বাইরে লিগ ম্যাচ আয়োজন না করার। গেলেও তা দিনে গিয়ে খেলে আবার ফিরে আসায় যায়- এমন ভেনুত্যে যেন দেওয়া হয়। পাশাপাশি ফেডারেশনকে বিগত মৌসুমের অংশগ্রহণ ফি দেওয়াসহ ও আসছে মৌসুমে কত দেওয়া হবে তাও জানাতে হবে। আগামী মৌসুমে বিদেশি খেলোয়াড় কোটা কমিয়ে আনতে হবে।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, রাজশাহী, মুন্সীগঞ্জ ভেনু্যতে হতো। সভায় আট ক্লাবের প্রস্তাবনা ছিল বসুন্ধরা কিংসের পাশাপাশি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও ঢাকার নিকটবর্তী স্টেডিয়ামে ভেনু্য করার বিষয়ে। ক্লাবগুলোর যুক্তি, 'বর্তমান পরিস্থিতিতে দিনে গিয়ে খেলে দিনেই ফিরতে চাই আমরা, এতে আবাসনেও অনেক অর্থ বাঁচবে।'